Description
৫-স/ 5S
৫-স ক্রমাগত উন্নয়নের প্রথম ধাপ। অনেকে মনে করেন ৫স শুধু অফিস, ফ্যাক্টরি বা গৃহকে গুছিয়ে রাখার জন্যই কাজে লাগে। আসলে কিন্তু ব্যপারটি মোটেও তা নয়। ৫স আমাদের এফিসিয়েন্সি উন্নয়নে ও অভ্যাস গঠনে গুরুত্বপুর্ন ভূমিকা পালন করে। ৫স- এর লক্ষ্য খোঁজাখুঁজি করতে আমরা যেই সময় প্রতিদিন অপচয় করি তা কমিয়ে আনা।
সরানো, সুবিন্যাস্ত, স্বচ্ছ, সংগতিপুর্ন ও সচল- ৫স এর এই পাচটি ধাপ পরিপুর্ন ভাবে আয়ত্ব করে আমরা কাজে আনতে পারি শৃঙ্খলা।
পণ্যের বা সেবার মান উন্নয়নের জন্য দরকার অবিরাম প্রচেষ্টার। কাইযেন, টিকিউএম, টিপিএম বা লীন- যাই আমরা করতে চাই না কেন, শুরুটা কিন্তু করতে হবে ৫স এর মাধ্যমে।
তাই ব্যাক্তি বা প্রাতিষ্ঠানিক পর্যায়ে উন্নয়নের প্রথম ধাপ হিসেবে আমাদের আয়ত্ব করতে হবে ৫স।
কোর্সটি কাদের জন্য?
ওয়ার্কার, লাইন লিডার, সুপারভাইজার, লীন প্রাক্টিশনার, অপারেশান্স ম্যানাজার সহ যে কেউই এই কোর্সটি করতে পারেন। ৫স যে শুধু কর্ম ক্ষেত্রে ব্যাবহার হয় তাই না, এই ব্যবস্থাপনা পদ্ধতি আমরা বাসায়, স্কুলেও প্রয়োগ করতে পারি।